Home/Anupam Halder/Answers
- About
- Questions
- Polls
- Answers
- Best Answers
- Asked
- Followed
- Favorites
- Groups
- Posts
- Comments
- Followers Questions
- Followers Answers
- Followers Posts
- Followers Comments
- Questions
- Polls
- Answers
- Best Answers
- Asked
- Followed
- Favorites
- Groups
- Posts
- Comments
- Followers Questions
- Followers Answers
- Followers Posts
- Followers Comments
কোন দিনটিকে বিশ্ব সুনামি সচেতনতা দিবস হিসেবে পালন করা হয়?
(C) ৫ই নভেম্বর এই দিবসটি ২০১৫ সালে জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। গত ১০০ বছরে, ৫৮টি পৃথক সুনামিতে ২৬০,০০০ জনেরও বেশি মানুষ মারা গেছে।
(C) ৫ই নভেম্বর
- এই দিবসটি ২০১৫ সালে জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল।
- গত ১০০ বছরে, ৫৮টি পৃথক সুনামিতে ২৬০,০০০ জনেরও বেশি মানুষ মারা গেছে।
See lessইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) দ্বারা লঞ্চ করা Chatbot টির নাম কী?
(A) আধার মিত্র ৪ঠা নভেম্বর ২০২২-এ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) নতুন AI ভিত্তিক চ্যাটবট, 'আধার মিত্র' লঞ্চ করেছে। এছাড়াও, UIDAI ২০২২ সালের অক্টোবরের জন্য জনসাধারণের অভিযোগ সমাধানের জন্য সমস্ত সরকারী দপ্তরের মধ্যে শীর্ষে স্থান পেয়েছে।
(A) আধার মিত্র
- ৪ঠা নভেম্বর ২০২২-এ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) নতুন AI ভিত্তিক চ্যাটবট, ‘আধার মিত্র’ লঞ্চ করেছে।
- এছাড়াও, UIDAI ২০২২ সালের অক্টোবরের জন্য জনসাধারণের অভিযোগ সমাধানের জন্য সমস্ত সরকারী দপ্তরের মধ্যে শীর্ষে স্থান পেয়েছে।
See lessউত্তর-পূর্ব রাজ্যগুলির মধ্যে কোনটিতে প্রথম মৎস্য জাদুঘর তৈরী হচ্ছে?
(A) অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে তৈরি করা হবে উত্তর-পূর্ব ভারতের প্রথম ধরনের মৎস্য জাদুঘর। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী: পেমা খান্ডু রাজধানী : ইটানগর
(A) অরুণাচল প্রদেশ
- অরুণাচল প্রদেশে তৈরি করা হবে উত্তর-পূর্ব ভারতের প্রথম ধরনের মৎস্য জাদুঘর।
- অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী: পেমা খান্ডু
- রাজধানী : ইটানগর
See lessকোন ঔপন্যাসিককে সম্প্রতি ‘এজুথাচান পুরস্কার’-এর জন্য নির্বাচিত করা হয়েছে?
(C) এ সেতুমাধবন প্রখ্যাত মালয়ালম ঔপন্যাসিক এবং ছোট গল্প লেখক এ সেথুমাধবন কেরালা সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার 'ইজুথাচান পুরস্কারের' জন্য নির্বাচিত হয়েছেন। মালায়ালাম ভাষা ও সাহিত্যে তার মূল্যবান অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। পুরস্কারের মধ্যে রয়েছে নগদ ৫Read more
(C) এ সেতুমাধবন
- প্রখ্যাত মালয়ালম ঔপন্যাসিক এবং ছোট গল্প লেখক এ সেথুমাধবন কেরালা সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ‘ইজুথাচান পুরস্কারের’ জন্য নির্বাচিত হয়েছেন।
- মালায়ালাম ভাষা ও সাহিত্যে তার মূল্যবান অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
- পুরস্কারের মধ্যে রয়েছে নগদ ৫ লক্ষ টাকা এবং একটি সম্মাননাপত্র।
See lessস্বাধীন ভারতের প্রথম ভোটারের নাম কি?
(C) শ্যাম শরণ নেগি স্বাধীনা ভারতের প্রথম ভোটার শ্যাম শরণ নেগি সম্প্রতি ১০৬ বছর বয়সে প্রয়াত হলেন। তিনি হিমাচলপ্রদেশের বাসিন্দা।
(C) শ্যাম শরণ নেগি
- স্বাধীনা ভারতের প্রথম ভোটার শ্যাম শরণ নেগি সম্প্রতি ১০৬ বছর বয়সে প্রয়াত হলেন।
- তিনি হিমাচলপ্রদেশের বাসিন্দা।
See less‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
A. ক্ষুধা + ঋত
A. ক্ষুধা + ঋত
See lessWorld Blockchain Summit 2022
(A) দুবাই পরবর্তী World Blockchain Summitটি ২০২২ সালের ডিসেম্বরে ব্যাংককে অনুষ্ঠিত হবে।
(A) দুবাই
- পরবর্তী World Blockchain Summitটি ২০২২ সালের ডিসেম্বরে ব্যাংককে অনুষ্ঠিত হবে।
See lessSir Syed Excellence International Award 2022
(B) বারবারা মেটকাফ ১৭ই অক্টোবর ২০২২ এ এই পুরস্কারটি পেয়েছেন তিনি। তিনি ভারত ও পাকিস্তানের মুসলিম জনসংখ্যার ইতিহাস নিয়ে ব্যাপকভাবে লিখেছেন। আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (AMU) এর প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ খানের জন্মবার্ষিকীতে এই বার্ষিক পুরস্কার প্রদান করে।
(B) বারবারা মেটকাফ
- ১৭ই অক্টোবর ২০২২ এ এই পুরস্কারটি পেয়েছেন তিনি।
- তিনি ভারত ও পাকিস্তানের মুসলিম জনসংখ্যার ইতিহাস নিয়ে ব্যাপকভাবে লিখেছেন।
- আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (AMU) এর প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ খানের জন্মবার্ষিকীতে এই বার্ষিক পুরস্কার প্রদান করে।
See lessবিশ্ব পরিসংখ্যান দিবস কবে পালন করা হয়?
(B) ২০শে অক্টোবর আমাদের দৈনন্দিন জীবনে পরিসংখ্যানের গুরুত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রতি বছর ২০শে অক্টোবর বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয়। ২০২২ সালের থিম "Data for Sustainable Development"। জাতিসংঘের পরিসংখ্যান কমিশন ২০শে অক্টোবর ২০১০ এ প্রথম বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করেছিল।
(B) ২০শে অক্টোবর
- আমাদের দৈনন্দিন জীবনে পরিসংখ্যানের গুরুত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রতি বছর ২০শে অক্টোবর বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয়।
- ২০২২ সালের থিম “Data for Sustainable Development”।
- জাতিসংঘের পরিসংখ্যান কমিশন ২০শে অক্টোবর ২০১০ এ প্রথম বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করেছিল।
See lessপ্রথম হিন্দিতে MBBS কোর্স
(B) ভোপাল মধ্যপ্রদেশের ভোপালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৬ই অক্টোবর ২০২২-এ দেশের প্রথম একটি হিন্দি MBBS কোর্স চালু করেছেন। সম্প্রতি সংসদ সদস্যদের একটি কমিটি হিন্দিভাষী রাজ্যে উচ্চশিক্ষার জন্য হিন্দি ভাষাকে সুপারিশ করেছে।
(B) ভোপাল
- মধ্যপ্রদেশের ভোপালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৬ই অক্টোবর ২০২২-এ দেশের প্রথম একটি হিন্দি MBBS কোর্স চালু করেছেন।
- সম্প্রতি সংসদ সদস্যদের একটি কমিটি হিন্দিভাষী রাজ্যে উচ্চশিক্ষার জন্য হিন্দি ভাষাকে সুপারিশ করেছে।
See less