আমাদের এই সাইটটি সম্পর্কিত যে ধরণের প্রশ্নের সম্মুখিন আমাদের বেশি হতে হয় সেগুলির উত্তর নিচে দেওয়া রইলো । যদি এর বাইরে আপনার কোনো জিজ্ঞাস্য থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এই ইমেইল এর মাধ্যমে : [email protected]
FAQs
কোন কোন ধরণের বিষয়ের প্রশ্ন আমরা এখানে করতে পারি ?
ক্লাস বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার যে কোনো ধরণের প্রশ্ন আপনি করতে পারেন। প্রশ্ন MCQ, বা এক লাইনের বা বিস্তারিত ও হতে পারে।
কেন ধরণের প্রশ্ন এখানে করা যাবে না ?
পড়াশোনার বাইরে যে কোনো টপিকের প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে। বিশেষত রাজনৈতিক পোস্ট একেবারে করা যাবে না। তবে কারেন্ট টপিক থেকে প্রশ্ন করা যেতে পারে। আমাদের অ্যাডমিন টীম মনে করতে যে কোনো প্রশ্ন ডিলিট করে দিতে পারে। শুধুমাত্র কয়েকলাইন নির্দেশ দিয়ে সমস্ত ধরণের প্রশ্নের ঠিক/বেঠিক বিচার করা সম্ভব নয়। এই কারণের অ্যাডমিনদের সিদ্ধান্ত চূড়ান্ত।