ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা সুপ্রিমকোর্টকে তার পূর্বঘােষিত কোনাে রায় বা আদেশের পুনর্মূল্যায়নের অধিকার প্রদান করেছে ? [A] 130 নং ধারা [B] 137 নং ধারা [C] 138 নং ধারা [D] 139 নং ধারাসঠিক উত্তর : ...
Ask Questions by BanglaQuiz Latest Questions
সুপ্রিমকোর্টের বিচারক নিয়ােগ-সংক্রান্ত বিষয়ে নিম্নের কোনটি ভুল ? [A] কোনাে হাইকোর্টে কমপক্ষে 5 বছর বিচারক হিসেবে কাজ করার অভিজ্ঞতা [B] কোনাে হাইকোর্টে কমপক্ষে 10 বছর অ্যাডভােকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা [C] ন্যূনতম বয়স হতে হবে 55 বছর [D] ...
[WBCS (Prelim.) ’08] সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে নিয়ােগ করেন— [A] রাষ্ট্রপতি স্বয়ং [B] রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সুপারিশে [C] রাষ্ট্রপতি, সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে আলােচনা করে [D] রাষ্ট্রপতি, আইন কমিশনের সুপারিশ অনুযায়ীসঠিক উত্তর : রাষ্ট্রপতি, সুপ্রিমকোর্ট ও ...
কোনটিতে রায়দানের সময় সুপ্রিমকোর্ট ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামাের ব্যাখ্যা দিয়েছিল ? [A] গােপালন বনাম মাদ্রাজ মামলা [B] গােলকনাথ মামলা [C] মিনার্ভা মিল মামলা [D] কেশবানন্দ ভারতী মামলাসঠিক উত্তর : কেশবানন্দ ভারতী মামলা© Copyright, ...
বিচারবিভাগীয় পুনর্বিবেচনার ধারণা গ্রহণ সংবিধান প্রণেতাদের কাছে আবশ্যক ছিল, কারণ— [A] ভারত একটি সাধারণতন্ত্র [B] ভারতের সংসদ গণতান্ত্রিক [C] ভারতের শাসনব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির [D] লিখিত সংবিধানসঠিক উত্তর : ভারতের শাসনব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির© Copyright, BanglaQuiz.in ...
সুপ্রিমকোর্টের বিচারপতিদের নিয়ােগ করেন- [A] কেন্দ্রীয় ক্যাবিনেটের পরামর্শ অনুসারে প্রধানমন্ত্রী [B] [WBCS (Prelim.) ’01] রাষ্ট্রপতি, সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির সাথে আলােচনা করে [C] রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সাথে আলােচনা করে [D] প্রধানমন্ত্রী, সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির সাথে আলােচনা করেসঠিক উত্তর ...
সুপ্রিমকোর্টের বিচারপতিদের শপথবাক্য পাঠ করান [A] রাষ্ট্রপতি [B] উপরাষ্ট্রপতি [C] সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি [D] অ্যাটর্নি জেনারেলসঠিক উত্তর : রাষ্ট্রপতি© Copyright, BanglaQuiz.in . All Rights Reserved
সুপ্রিমকোর্টে অস্থায়ী বিচারক নিয়ােগ করা যায়— [A] কেন্দ্রীয় আইনমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক [B] অন্যান্য বিচারকদের সাথে পরামর্শ করার পর সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি কর্তৃক [C] রাষ্ট্রপতির পূর্বানুমতি নিয়ে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি কর্তৃক [D] কেন্দ্রীয় আইনমন্ত্রী কর্তৃক, কিন্তু তা 2 ...
নিম্নলিখিত কোন রিটের মাথ্যমে আদালত বন্দি ব্যক্তিকে মুক্তি দিতে পারে? [A] হেবিয়াস করপাস [B] ম্যান্দামাস [C] প্রহিবিশন [D] কুও-ওয়ারেন্টওসঠিক উত্তর : হেবিয়াস করপাস© Copyright, BanglaQuiz.in . All Rights Reserved
[PSC Misc. (Prelim.) ’99)] সুপ্রিমকোর্টের অধিকার আছে কোনাে বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার যদি [A] সুপ্রিমকোট মনে করে এই পরামর্শদানের প্রয়ােজনীয়তা আছে [B] রাষ্ট্রপতি নিজে সুপ্রিমকোর্টকে পরামর্শ দিতে বলেন [C] কোনাে কারণে নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করা হয় অথবা সেটি ...