Home/Moni Sankar Mohanty/Followers Answers
- About
- Questions
- Polls
- Answers
- Best Answers
- Asked
- Followed
- Favorites
- Groups
- Posts
- Comments
- Followers Questions
- Followers Answers
- Followers Posts
- Followers Comments
- Questions
- Polls
- Answers
- Best Answers
- Asked
- Followed
- Favorites
- Groups
- Posts
- Comments
- Followers Questions
- Followers Answers
- Followers Posts
- Followers Comments
ভারতের ৫০তম প্রধান বিচারপতি (CJI)
(D) DY চন্দ্রচূড় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১৭ই অক্টোবর ২০২২-এ বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে ভারতের নতুন প্রধান বিচারপতি (CJI) হিসাবে নিযুক্ত করেছেন। বিচারপতি চন্দ্রচূড় ৫০তম প্রধান বিচারপতি হিসাবে ৯ই নভেম্বর ২০২২-এ দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান CJI বিচারপতি উদয় উমেশ ললিতের স্থলাভিষিক্ত হবেন। বিRead more
(D) DY চন্দ্রচূড়
- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১৭ই অক্টোবর ২০২২-এ বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে ভারতের নতুন প্রধান বিচারপতি (CJI) হিসাবে নিযুক্ত করেছেন।
- বিচারপতি চন্দ্রচূড় ৫০তম প্রধান বিচারপতি হিসাবে ৯ই নভেম্বর ২০২২-এ দায়িত্ব গ্রহণ করবেন।
- তিনি বর্তমান CJI বিচারপতি উদয় উমেশ ললিতের স্থলাভিষিক্ত হবেন।
- বিচারপতি চন্দ্রচূড় ২০১৬ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন।
- তার পিতা বিচারপতি Y.V. চন্দ্রচূড় ছিলেন ভারতের ১৬তম প্রধান বিচারপতি।
- তিনি দীর্ঘতম মেয়াদের প্রধান বিচারপতি ছিলেন (৭ বছর, ৪ মাস)।
See lessLogistics Ease Across Different States 2022
(D) অন্ধ্রপ্রদেশ কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক LEADS 2022 রিপোর্ট প্রকাশ করেছে। সূচকটি রপ্তানি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রচারের জন্য প্রয়োজনীয় লজিস্টিক পরিষেবাগুলির দক্ষতার একটি সূচক৷
(D) অন্ধ্রপ্রদেশ
- কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক LEADS 2022 রিপোর্ট প্রকাশ করেছে।
- সূচকটি রপ্তানি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রচারের জন্য প্রয়োজনীয় লজিস্টিক পরিষেবাগুলির দক্ষতার একটি সূচক৷
See lessপশ্চিমবঙ্গের বর্তমান রাষ্ট্রপতির নাম কি
পশ্চিমবঙ্গের বর্তমান রাষ্ট্রপতির নাম কি ? পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য এবং এর কোনো আলাদা করে রাষ্ট্রপতি নেই। ভারতের রাষ্ট্রপতিই পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি । বর্তমানে ভারতের রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু । পশ্চিমবঙ্গের আলাদা কোনো রাষ্ট্রপতি না থাকলেও পশ্চিমবঙ্গ একটি রাজ্য বলে এর রাজ্যপাল রয়েছে। পশ্চিমবRead more
পশ্চিমবঙ্গের বর্তমান রাষ্ট্রপতির নাম কি ?
পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য এবং এর কোনো আলাদা করে রাষ্ট্রপতি নেই। ভারতের রাষ্ট্রপতিই পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি । বর্তমানে ভারতের রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু ।
পশ্চিমবঙ্গের আলাদা কোনো রাষ্ট্রপতি না থাকলেও পশ্চিমবঙ্গ একটি রাজ্য বলে এর রাজ্যপাল রয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হলেন লা গনেশন (অতিরিক্ত দায়িত্ব ) ।
দেখে নিন পশ্চিবঙ্গের সমস্ত রাজ্যপাল তালিকা ।
See lessভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি ?
ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি ? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ড: রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ বিহারের সিওয়ানে এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর লেখা কিছু বিখ্যাত বই - President of Constituent Assembly Satyagraha at Champaran (১৯২২) India Divided (১৯৪৬) আত্মকথা (১৯৪৬) (বাঁকRead more
ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি ?
স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ড: রাজেন্দ্র প্রসাদ।
রাজেন্দ্র প্রসাদ বিহারের সিওয়ানে এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর লেখা কিছু বিখ্যাত বই –
২৮ ফেব্রুয়ারি, ১৯৬৩ সালে মারা যান ড. রাজেন্দ্র প্রসাদ।
See lessগোলাপি শহর বলা হয় কোন শহরকে?
গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয় রাজস্থানের জয়পুরকে। দেখে নাও ভারতের বিভিন্ন শহরের উপনাম তালিকা ।
গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয় রাজস্থানের জয়পুরকে।
দেখে নাও ভারতের বিভিন্ন শহরের উপনাম তালিকা ।
See lessবাফটা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
বাফটা পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্র ক্ষেত্রে। দেখে নাও কোন ক্ষেত্রে কি পুরস্কার দেওয়া হয় তার তালিকা।
বাফটা পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্র ক্ষেত্রে।
দেখে নাও কোন ক্ষেত্রে কি পুরস্কার দেওয়া হয় তার তালিকা।
See lessপ্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা ?
প্রথম প্রতিশ্রুতি লিখেছিলেন আশাপূর্ণা দেবী। এই উপন্যাসের জন্য তিনি ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। পরবর্তী কালে এই উপন্যাসটি অবলম্বনে একটি বাংলা সিনেমাও তৈরি হয় ১৯৭১ সালে।
প্রথম প্রতিশ্রুতি লিখেছিলেন আশাপূর্ণা দেবী। এই উপন্যাসের জন্য তিনি ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। পরবর্তী কালে এই উপন্যাসটি অবলম্বনে একটি বাংলা সিনেমাও তৈরি হয় ১৯৭১ সালে।
See lessবাফটা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
C
C
See lessবাফটা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
C
C
See less‘দিগদর্শন’-এর সম্পাদক ছিলেন
জন ক্লার্ক মার্শম্যান
জন ক্লার্ক মার্শম্যান
See less