Home/BanglaMCQ IN/Answers
- About
- Questions
- Polls
- Answers
- Best Answers
- Asked
- Followed
- Favorites
- Groups
- Posts
- Comments
- Followers Questions
- Followers Answers
- Followers Posts
- Followers Comments
- Questions
- Polls
- Answers
- Best Answers
- Asked
- Followed
- Favorites
- Groups
- Posts
- Comments
- Followers Questions
- Followers Answers
- Followers Posts
- Followers Comments
রসায়নে ২০২২ সালে নোবেল কে জিতেছেন ?
২০২২ সালে রসায়ন বিজ্ঞানে মোট তিনজন নোবেল পেয়েছেন, এঁরা হলেন - মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ক্যারোলিন আর বার্তোজ্জি, ক্যালিফোর্নিয়ার স্ক্রিপ রিসার্চের গবেষক কে ব্যারি শার্পলেস এবং ডেনমার্কের কোপেনগেহেন ইউনিভার্সিটির মর্টেন মেলডালন।
২০২২ সালে রসায়ন বিজ্ঞানে মোট তিনজন নোবেল পেয়েছেন, এঁরা হলেন –
- মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ক্যারোলিন আর বার্তোজ্জি,
- ক্যালিফোর্নিয়ার স্ক্রিপ রিসার্চের গবেষক কে ব্যারি শার্পলেস এবং
- ডেনমার্কের কোপেনগেহেন ইউনিভার্সিটির মর্টেন মেলডালন।
See lesssex ratio of west bengal
current sex ratio of West Bengal 944 females per 1000 males ( As per Census 2011 )
current sex ratio of West Bengal 944 females per 1000 males ( As per Census 2011 )
See lessঅম্লবৃষ্টি কাকে বলে ?
বৃষ্টির জল সাধারণত অল্প অম্লিক হয়ে থাকে। কিন্তু বায়ুর বিভিন্ন দূষক পদার্থ যেমন SO2, NO2, CO2 প্রভৃতির কারণে বৃষ্টির জল বেশি অম্লিক হয়ে পরলে তখন তাকে অম্লবৃষ্টি বলা হয় ।
বৃষ্টির জল সাধারণত অল্প অম্লিক হয়ে থাকে। কিন্তু বায়ুর বিভিন্ন দূষক পদার্থ যেমন SO2, NO2, CO2 প্রভৃতির কারণে বৃষ্টির জল বেশি অম্লিক হয়ে পরলে তখন তাকে অম্লবৃষ্টি বলা হয় ।
See lessBYJU’S এর প্রথম বিশ্বব্যাপী ব্র্যান্ড অ্যাম্বাসেডর
(C) লিওনেল মেসি BJYU'S ফুটবল তারকা লিওনেল মেসিকে তার প্রথম বিশ্বব্যাপী ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। ফুটবলার লিওনেল মেসি প্যারিস সেন্ট-জার্মেইন-এর হয়ে খেলেন এবং আর্জেন্টিনার ফুটবল দলের অধিনায়কত্ব করেন।
(C) লিওনেল মেসি
- BJYU’S ফুটবল তারকা লিওনেল মেসিকে তার প্রথম বিশ্বব্যাপী ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে।
- ফুটবলার লিওনেল মেসি প্যারিস সেন্ট-জার্মেইন-এর হয়ে খেলেন এবং আর্জেন্টিনার ফুটবল দলের অধিনায়কত্ব করেন।
See less২০২২ সালের নভেম্বর পর্যন্ত পৃথিবী থেকে উৎক্ষেপিত সবচেয়ে শক্তিশালী রকেট কোনটি?
(D) ফ্যালকন হেভি SpaceX তার ফ্যালকন হেভি রকেট লঞ্চ করে বেশ কয়েকটি মার্কিন সামরিক উপগ্রহ কক্ষপথে পাঠিয়েছে। এটি পৃথিবী থেকে উৎক্ষেপণ আজ অবধি (নভেম্বর ২০২২) করা সবচেয়ে শক্তিশালী রকেট। এটি ছিল SpaceX এর ২০২২ সালের ৫০তম লঞ্চ। SpaceX কোম্পানির বর্তমান লঞ্চের পরিমাণ গড়ে প্রতি ৬.১০ দিনে একটি করে লঞ্চ।
(D) ফ্যালকন হেভি
- SpaceX তার ফ্যালকন হেভি রকেট লঞ্চ করে বেশ কয়েকটি মার্কিন সামরিক উপগ্রহ কক্ষপথে পাঠিয়েছে।
- এটি পৃথিবী থেকে উৎক্ষেপণ আজ অবধি (নভেম্বর ২০২২) করা সবচেয়ে শক্তিশালী রকেট।
- এটি ছিল SpaceX এর ২০২২ সালের ৫০তম লঞ্চ।
- SpaceX কোম্পানির বর্তমান লঞ্চের পরিমাণ গড়ে প্রতি ৬.১০ দিনে একটি করে লঞ্চ।
See lessকোন রাজ্য সরকার সম্প্রতি ‘লাখপতি দিদি যোজনা’ চালু করেছে?
(A) উত্তরাখন্ড যোজনাটি রাজ্যে মহিলাদের ক্ষমতায়নের জন্য বিজেপি সরকার কর্তৃক গৃহীত একটি উদ্যোগের অংশ। উত্তরাখণ্ড সরকারের গ্রামীণ উন্নয়ন বিভাগ ২০২৫ সালের মধ্যে স্বনির্ভর গোষ্ঠীগুলির থেকে ১.২৫ লক্ষ মহিলাকে ‘লাখপতি’ করার প্রস্তুতি নিচ্ছে ৷
(A) উত্তরাখন্ড
- যোজনাটি রাজ্যে মহিলাদের ক্ষমতায়নের জন্য বিজেপি সরকার কর্তৃক গৃহীত একটি উদ্যোগের অংশ।
- উত্তরাখণ্ড সরকারের গ্রামীণ উন্নয়ন বিভাগ ২০২৫ সালের মধ্যে স্বনির্ভর গোষ্ঠীগুলির থেকে ১.২৫ লক্ষ মহিলাকে ‘লাখপতি’ করার প্রস্তুতি নিচ্ছে ৷
See lessএক বছরে ১০০০ টি-টোয়েন্টি আন্তর্জাতিক রান করা প্রথম ভারতীয় ক্রিকেটার হয়ে উঠলেন কে?
(D) সূর্য কুমার যাদব ৬ই নভেম্বর ২০২২-এ সূর্যকুমার যাদব প্রথম ভারতীয় খেলোয়াড় হয়ে উঠলেন যিনি এক বছরে ১,০০০ টি-টোয়েন্টি আন্তর্জাতিক রান সম্পন্ন করেছেন। মেলবোর্নে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের শেষ সুপার 12 পর্বের ম্যাচে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।
(D) সূর্য কুমার যাদব
- ৬ই নভেম্বর ২০২২-এ সূর্যকুমার যাদব প্রথম ভারতীয় খেলোয়াড় হয়ে উঠলেন যিনি এক বছরে ১,০০০ টি-টোয়েন্টি আন্তর্জাতিক রান সম্পন্ন করেছেন।
- মেলবোর্নে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের শেষ সুপার 12 পর্বের ম্যাচে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।
See lessকোন দিনটিকে শিশু সুরক্ষা দিবস (Infant Protection Day) হিসেবে পালন করা হয়?
(C) ৭ই নভেম্বর প্রতি বছর ৭ই নভেম্বর শিশু সুরক্ষা দিবস পালন করা হয়। ২০২২ সালে ভারতে শিশুমৃত্যুর হার প্রতি ১০০০ জীবিত জন্মের মধ্যে ২৭.৬৯৫ জন।
(C) ৭ই নভেম্বর
- প্রতি বছর ৭ই নভেম্বর শিশু সুরক্ষা দিবস পালন করা হয়।
- ২০২২ সালে ভারতে শিশুমৃত্যুর হার প্রতি ১০০০ জীবিত জন্মের মধ্যে ২৭.৬৯৫ জন।
See lessজাতীয় ক্যান্সার সচেতনতা দিবস কবে পালন করা হয়?
(D) ৭ নভেম্বর ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ৭ই নভেম্বর জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হয়।
(D) ৭ নভেম্বর
- ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ৭ই নভেম্বর জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হয়।
See less২০২২ সালের অক্টোবরের জন্য ICC প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড কে জিতেছেন?
(B) বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি T20 বিশ্বকাপ ২০২২-এ তার অসাধারণ পারফরম্যান্সের জন্য অক্টোবর ২০২২-এর জন্য ICC এর প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছে৷ ২০১১ সালে ভারতীয় দলে কোহলির অভিষেক হয় (টেস্ট)।
(B) বিরাট কোহলি
- ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি T20 বিশ্বকাপ ২০২২-এ তার অসাধারণ পারফরম্যান্সের জন্য অক্টোবর ২০২২-এর জন্য ICC এর প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছে৷
- ২০১১ সালে ভারতীয় দলে কোহলির অভিষেক হয় (টেস্ট)।
See less