Home/BanglaMCQ IN/Answers
- About
- Questions
- Polls
- Answers
- Best Answers
- Asked
- Followed
- Favorites
- Groups
- Posts
- Comments
- Followers Questions
- Followers Answers
- Followers Posts
- Followers Comments
- Questions
- Polls
- Answers
- Best Answers
- Asked
- Followed
- Favorites
- Groups
- Posts
- Comments
- Followers Questions
- Followers Answers
- Followers Posts
- Followers Comments
সম্প্রতি প্রয়াত প্রখ্যাত আরএল কাশ্যপ কি জন্য বিখ্যাত ছিলেন?
(A) গণিতবিদ ৮৫বছর বয়সী প্রখ্যাত গণিতবিদ এবং মহান পণ্ডিত পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শ্রী রাঙ্গাসামি লক্ষ্মীনারায়ণ কাশ্যপ বা আরএল কাশ্যপ প্রয়াত হয়েছেন। আর এল কাশ্যপ প্রায় পঁচিশ হাজার সংস্কৃত মন্ত্র ইংরেজিতে অনুবাদ করেছেন। গণিত ছাড়াও, তিনি বেদের ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বিজ্ঞানRead more
(A) গণিতবিদ
- ৮৫বছর বয়সী প্রখ্যাত গণিতবিদ এবং মহান পণ্ডিত পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শ্রী রাঙ্গাসামি লক্ষ্মীনারায়ণ কাশ্যপ বা আরএল কাশ্যপ প্রয়াত হয়েছেন।
- আর এল কাশ্যপ প্রায় পঁচিশ হাজার সংস্কৃত মন্ত্র ইংরেজিতে অনুবাদ করেছেন।
- গণিত ছাড়াও, তিনি বেদের ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
- তিনি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অনেক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।
See lessআমুর ফ্যালকন ফেস্টিভ্যালের সপ্তম সংস্করণ সম্প্রতি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে?
(B) মণিপুর মণিপুর বন কর্তৃপক্ষ ইম্ফলের তামেংলং জেলায় আমুর ফ্যালকন উৎসবের ৭ম সংস্করণ উদযাপন করেছে। আমুর ফ্যালকন হল পৃথিবীর দীর্ঘতম উড়ন্ত পরিযায়ী পাখি।
(B) মণিপুর
- মণিপুর বন কর্তৃপক্ষ ইম্ফলের তামেংলং জেলায় আমুর ফ্যালকন উৎসবের ৭ম সংস্করণ উদযাপন করেছে।
- আমুর ফ্যালকন হল পৃথিবীর দীর্ঘতম উড়ন্ত পরিযায়ী পাখি।
See lessবিটকয়েন কি ?
বিটকয়েন বিশ্বের সর্বপ্রথম মুক্ত-সোর্স ক্রিপ্টোকারেন্সি যেটিকে বিকেন্দ্রিক ডিজিটাল মুদ্রা হিসেবে পরিচিতি দেয়া হয়। এখানে লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না এবং এটি কোন দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত মুদ্রা নয়।
বিটকয়েন বিশ্বের সর্বপ্রথম মুক্ত-সোর্স ক্রিপ্টোকারেন্সি যেটিকে বিকেন্দ্রিক ডিজিটাল মুদ্রা হিসেবে পরিচিতি দেয়া হয়। এখানে লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না এবং এটি কোন দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত মুদ্রা নয়।
See less‘বঙ্গদর্শন’ সাময়িক পত্রটি ছিল একটি
(গ) মাসিক পত্রিকা বঙ্গদর্শন উনিশ শতাব্দীতে প্রকাশিত একটি বাংলা মাসিক সাহিত্য পত্রিকা বা সাময়িকপত্র।
(গ) মাসিক পত্রিকা
বঙ্গদর্শন উনিশ শতাব্দীতে প্রকাশিত একটি বাংলা মাসিক সাহিত্য পত্রিকা বা সাময়িকপত্র।
See lessসত্যজিৎ রায় যুক্ত ছিলেন
(ঘ) শিল্পচর্চার ইতিহাসে
(ঘ) শিল্পচর্চার ইতিহাসে
কোন প্রখ্যাত লেখক ২০১৮ সালের উপন্যাস ‘হাম ইয়াহান থে’-এর জন্য ৩১তম বিহারী পুরস্কারে ভূষিত হয়েছেন?
(A) মধু কাঁকরিয়া প্রখ্যাত লেখক মধু কাঙ্করিয়া এবং ডঃ মাধব হাদা যথাক্রমে ৩১তম এবং ৩২তম বিহারী পুরস্কারে ভূষিত হয়েছেন। কাঁকরিয়া তার ২০১৮ সালের উপন্যাস 'হাম ইয়াহান থে'-এর জন্য পুরস্কৃত হয়েছেন এবং ডঃ মাধব হাদা তার ২০১৫ সালের বই 'পাচরাং চোলা পাহাড় সখি রি'-এর জন্য পুরস্কৃত হয়েছেন। এই পুরস্কার প্রতিRead more
(A) মধু কাঁকরিয়া
- প্রখ্যাত লেখক মধু কাঙ্করিয়া এবং ডঃ মাধব হাদা যথাক্রমে ৩১তম এবং ৩২তম বিহারী পুরস্কারে ভূষিত হয়েছেন।
- কাঁকরিয়া তার ২০১৮ সালের উপন্যাস ‘হাম ইয়াহান থে’-এর জন্য পুরস্কৃত হয়েছেন এবং ডঃ মাধব হাদা তার ২০১৫ সালের বই ‘পাচরাং চোলা পাহাড় সখি রি’-এর জন্য পুরস্কৃত হয়েছেন।
- এই পুরস্কার প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালে।
See lessপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোথায় শ্রীনন্দ প্রভু কেম্পেগৌড়ার ১০৮ ফুট লম্বা ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করেছেন?
(A) বেঙ্গালুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১১ই নভেম্বর ২০২২-এ বেঙ্গালুরুতে শ্রীনন্দ প্রভু কেম্পেগৌড়ার ১০৮ ফুট লম্বা ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করেছেন। বেঙ্গালুরুর প্রতিষ্ঠাতা নাদাপ্রভু কেম্পেগৌড়ার অবদানকে স্মরণ করার জন্য এই মূর্তি তৈরি করা হয়েছে। এই মূর্তি তৈরিতে ৯৮ টন ব্রোঞ্জ এবং ১২০ টন স্টিল লেগেছেRead more
(A) বেঙ্গালুরু
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১১ই নভেম্বর ২০২২-এ বেঙ্গালুরুতে শ্রীনন্দ প্রভু কেম্পেগৌড়ার ১০৮ ফুট লম্বা ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করেছেন।
- বেঙ্গালুরুর প্রতিষ্ঠাতা নাদাপ্রভু কেম্পেগৌড়ার অবদানকে স্মরণ করার জন্য এই মূর্তি তৈরি করা হয়েছে।
- এই মূর্তি তৈরিতে ৯৮ টন ব্রোঞ্জ এবং ১২০ টন স্টিল লেগেছে।
See less‘নিষিদ্ধ শহর’ বলা হয়
লাসাকে নিষিদ্ধ শহর বলা হয়।
লাসাকে নিষিদ্ধ শহর বলা হয়।
See lessআলেকজান্ডারের সেনাপতির নাম কি
আলেক্সজেন্ডারের প্রধান সেনাপতির নাম ছিল সেলুকাস।
আলেক্সজেন্ডারের প্রধান সেনাপতির নাম ছিল সেলুকাস।
See lessদারায়ুস কে ছিলেন?
পারস্যের সম্রাট ছিলেন দারায়ুস। আকামেনিদ সাম্রাজ্যের তৃতীয় সম্রাট ছিলেন তিনি। ৫১২ খ্রিস্টপূর্বাব্দে তিনি ভারত আক্রমণ করেছিলেন।
পারস্যের সম্রাট ছিলেন দারায়ুস। আকামেনিদ সাম্রাজ্যের তৃতীয় সম্রাট ছিলেন তিনি। ৫১২ খ্রিস্টপূর্বাব্দে তিনি ভারত আক্রমণ করেছিলেন।
See less