Home/BanglaMCQ IN/Answers
- About
- Questions
- Polls
- Answers
- Best Answers
- Asked
- Followed
- Favorites
- Groups
- Posts
- Comments
- Followers Questions
- Followers Answers
- Followers Posts
- Followers Comments
- Questions
- Polls
- Answers
- Best Answers
- Asked
- Followed
- Favorites
- Groups
- Posts
- Comments
- Followers Questions
- Followers Answers
- Followers Posts
- Followers Comments
সালােকসংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন?
সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন ডাই-অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন করে। তাই সালােকসংশ্লেষকে জারণ-বিজারণ প্রক্রিয়া বলে।
সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন ডাই-অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন করে। তাই সালােকসংশ্লেষকে জারণ-বিজারণ প্রক্রিয়া বলে।
See lessব্ল্যাকমান বিক্রিয়া কাকে বলে?
বিজ্ঞানী ব্ল্যাকমান সালােকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়াটি প্রথম পর্যবেক্ষণ করেন বলে সালােকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়াকে ব্ল্যাকমান বিক্রিয়া বলে।
বিজ্ঞানী ব্ল্যাকমান সালােকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়াটি প্রথম পর্যবেক্ষণ করেন বলে সালােকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়াকে ব্ল্যাকমান বিক্রিয়া বলে।
See lessএনার্জি কারেন্সি কাকে বলে?
জীবদেহে কেবলমাত্র ATPঅণুর মধ্যে শক্তি সংগৃহীত হতে পারে এবং বিভিন্ন জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য শক্তি ATP অণু থেকে সরবরাহ হয়, তাই ATP অণুকে এনার্জি কারেন্সি বলে।
জীবদেহে কেবলমাত্র ATPঅণুর মধ্যে শক্তি সংগৃহীত হতে পারে এবং বিভিন্ন জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য শক্তি ATP অণু থেকে সরবরাহ হয়, তাই ATP অণুকে এনার্জি কারেন্সি বলে।
See lessহিল বিক্রিয়া কাকে বলে?
1940 খ্রীষ্টাব্দে বিজ্ঞানী রােবিন হিল কোষ থেকে সংগৃহীত ক্লোরােপ্লাস্ট, হাইড্রোজেন গ্রাহক পটাশিয়াম ফেরিক অক্সালেট [A] এবং জলের মিশ্রণে আলােক প্রয়ােগ করে দেখান যে, পটাশিয়াম ফেরিক অক্সালেট বিজারিত হয়ে পটাশিয়াম ফেরাস অক্সালেটে পরিণত হয় এবং অক্সিজেন নির্গত হয়। এই বিক্রিয়াটিকে হিল বিক্রিয়া বলে। -Read more
1940 খ্রীষ্টাব্দে বিজ্ঞানী রােবিন হিল কোষ থেকে সংগৃহীত ক্লোরােপ্লাস্ট, হাইড্রোজেন গ্রাহক পটাশিয়াম ফেরিক অক্সালেট [A] এবং জলের মিশ্রণে আলােক প্রয়ােগ করে দেখান যে, পটাশিয়াম ফেরিক অক্সালেট বিজারিত হয়ে পটাশিয়াম ফেরাস অক্সালেটে পরিণত হয় এবং অক্সিজেন নির্গত হয়। এই বিক্রিয়াটিকে হিল বিক্রিয়া বলে।
————– ——সূর্যালোক
2H₂O + 2A ___________ →AH₂ + O₂î
See less——————–ক্লোরোপ্লাস্ট
সালােকসংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলে কেন?
সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইডের কার্বন বা অঙ্গার গ্লুকোজ (C₆H₁₂O₆) গঠনের জন্য ব্যবহৃত হয়। বায়ুমণ্ডলের CO₂ থেকে কোষস্থ যৌগে অঙ্গারের আত্তীকরণকে অঙ্গার আত্তীকরণ বলে। অঙ্গার আত্তীকরণ প্রক্রিয়াটি সালােকসংশ্লেষের সময় ঘটে বলে সালােকসংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলে।
সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইডের কার্বন বা অঙ্গার গ্লুকোজ (C₆H₁₂O₆) গঠনের জন্য ব্যবহৃত হয়। বায়ুমণ্ডলের CO₂ থেকে কোষস্থ যৌগে অঙ্গারের আত্তীকরণকে অঙ্গার আত্তীকরণ বলে। অঙ্গার আত্তীকরণ প্রক্রিয়াটি সালােকসংশ্লেষের সময় ঘটে বলে সালােকসংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলে।
See lessকার্বন অ্যাসিমিলেশন কাকে বলে?
যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইডের কার্বন কোষস্থ যৌগে (গ্লুকোজে) অঙ্গীভূত হয়, তাকে অঙ্গার আত্তীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন বলে।
যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইডের কার্বন কোষস্থ যৌগে (গ্লুকোজে) অঙ্গীভূত হয়, তাকে অঙ্গার আত্তীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন বলে।
See lessফটোফসফোরাইলেশন কাকে বলে?
যে প্রক্রিয়ায় সূর্যালােকের উপস্থিতিতে অ্যাডিনােসিন ডাই-ফসফেট (ADP) থেকে উচ্চ শক্তিসম্পন্ন যৌগ, অ্যাডিনােসিন ট্রাই-ফসফেট (ATP) গঠিত হয়, তাকে ফটোফসফোরাইলেশন বা আলােক-ফসফোরীভবন বলে। সূর্যালোক ADP __________→ ATP iP
যে প্রক্রিয়ায় সূর্যালােকের উপস্থিতিতে অ্যাডিনােসিন ডাই-ফসফেট (ADP) থেকে উচ্চ শক্তিসম্পন্ন যৌগ, অ্যাডিনােসিন ট্রাই-ফসফেট (ATP) গঠিত হয়, তাকে ফটোফসফোরাইলেশন বা আলােক-ফসফোরীভবন বলে।
See lessসূর্যালোক
ADP __________→ ATP
iP
ফোটোলাইসিস কাকে বলে?
যে প্রক্রিয়ায় সূর্যালােকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরােফিল কর্তৃক জল হাইড্রোজেন (H+) এবং হাইড্রক্সিল (OH) আয়নে বিশ্লিষ্ট হয় তাকে, অর্থাৎ জলের আয়নীকরণকে ফটোলাইসিস বলে। সূর্যালোক H₂O ________ H⁺ + OH⁻
যে প্রক্রিয়ায় সূর্যালােকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরােফিল কর্তৃক জল হাইড্রোজেন (H+) এবং হাইড্রক্সিল (OH) আয়নে বিশ্লিষ্ট হয় তাকে, অর্থাৎ জলের আয়নীকরণকে ফটোলাইসিস বলে।
See lessসূর্যালোক
H₂O ________ H⁺ + OH⁻
ফটোসিন্থেসিস কাকে বলে?
যে কৌশলে উদ্ভিদের সবুজ কোষে আলােকের ফোটন কণা গ্রহণ করে আলােক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং উৎপন্ন খাদ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ হয় তাকে সালােকসংশ্লেষ বা ফটোসিন্থেসিস বলে।
যে কৌশলে উদ্ভিদের সবুজ কোষে আলােকের ফোটন কণা গ্রহণ করে আলােক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং উৎপন্ন খাদ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ হয় তাকে সালােকসংশ্লেষ বা ফটোসিন্থেসিস বলে।
See lessকোন দেশ “No Money for Terror” কনফারেন্স হোস্ট করতে চলেছে?
(C) ভারত ইন্টারপোল এবং জাতিসংঘের সন্ত্রাস দমন কমিটির বৈঠকের পর ভারত "No Money for Terror" সম্মেলনের আয়োজন করতে প্রস্তুত। নিউ দিল্লিতে এই সম্মেলন আয়োজিত হবে।
(C) ভারত
- ইন্টারপোল এবং জাতিসংঘের সন্ত্রাস দমন কমিটির বৈঠকের পর ভারত “No Money for Terror” সম্মেলনের আয়োজন করতে প্রস্তুত।
- নিউ দিল্লিতে এই সম্মেলন আয়োজিত হবে।
See less