Home/Anupam Halder/Best Answers
- About
- Questions
- Polls
- Answers
- Best Answers
- Asked
- Followed
- Favorites
- Groups
- Posts
- Comments
- Followers Questions
- Followers Answers
- Followers Posts
- Followers Comments
- Questions
- Polls
- Answers
- Best Answers
- Asked
- Followed
- Favorites
- Groups
- Posts
- Comments
- Followers Questions
- Followers Answers
- Followers Posts
- Followers Comments
বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের ভূমিকা
১৯০৫ সালের ১৬ই অক্টোবর লর্ড কার্জন বঙ্গভঙ্গের কথা ঘোষণা করেন। এর পরেই শুরু হয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। এই আন্দোলনে নারীদের ভূমিকা হয়ে উঠেছিল অনবদ্য। লীলাবতী মিত্র, কুমুদিনী মিত্র, সরলাদেবী, নির্মলা সরকারসহ বাংলার নারীরা সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তারা রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর আহ্বানে ১৯০৫ খ্রিস্Read more
১৯০৫ সালের ১৬ই অক্টোবর লর্ড কার্জন বঙ্গভঙ্গের কথা ঘোষণা করেন। এর পরেই শুরু হয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। এই আন্দোলনে নারীদের ভূমিকা হয়ে উঠেছিল অনবদ্য। লীলাবতী মিত্র, কুমুদিনী মিত্র, সরলাদেবী, নির্মলা সরকারসহ বাংলার নারীরা সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তারা রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর আহ্বানে ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর অরন্ধন ও উপবাস পালন করেছিলেন। তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে তাদের অসন্তোষ ব্যক্ত করেছিলেন বিভিন্ন উপায়ে। এগুলি হলো –
এই ভাবে নারী সমাজ বঙ্গভঙ্গের বিরুদ্ধে সেদিন এগিয়ে এসেছিলেন ।
See lesswhats up meaning in bengali
what’s up meaning in Bengali যখন কাউকে what’s up বলে সম্বোধন করা হয় তখন আসলে জানতে চাওয়া হয় তার জীবনে কি ঘটছে। অর্থাৎ তার খবর জানতে চাওয়া হয়। আমরা বাংলাতেও অনেক ক্ষেত্রে কোনো পরিচিতের সাথে দেখা হলে জিজ্ঞেস করে থাকি "কি খবর!" । what’s up কথাটিও ঠিক সেই অর্থে ব্যবহার করা হয়ে থাকে।
what’s up meaning in Bengali
যখন কাউকে what’s up বলে সম্বোধন করা হয় তখন আসলে জানতে চাওয়া হয় তার জীবনে কি ঘটছে। অর্থাৎ তার খবর জানতে চাওয়া হয়।
আমরা বাংলাতেও অনেক ক্ষেত্রে কোনো পরিচিতের সাথে দেখা হলে জিজ্ঞেস করে থাকি “কি খবর!” । what’s up কথাটিও ঠিক সেই অর্থে ব্যবহার করা হয়ে থাকে।
রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাস কোনটি
রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর –এর শেষ উপন্যাস “চার অধ্যায়”, উপন্যাস টি ১৯৩৪ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষ উপন্যাস হল “চার অধ্যায়”। ১৯৩৪ সালে এই উপন্যাসটি প্রকাশিত হয়। এই উপন্যাসটি বিপ্লবের পটভূমিকায় রচিত একটি রাজনৈতিক উপন্যাস। এই উপন্যাসের কতগুলি বিখ্যাত চরRead more
রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাস
রবীন্দ্রনাথ ঠাকুর –এর শেষ উপন্যাস “চার অধ্যায়”, উপন্যাস টি ১৯৩৪ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষ উপন্যাস হল “চার অধ্যায়”। ১৯৩৪ সালে এই উপন্যাসটি প্রকাশিত হয়।
এই উপন্যাসটি বিপ্লবের পটভূমিকায় রচিত একটি রাজনৈতিক উপন্যাস। এই উপন্যাসের কতগুলি বিখ্যাত চরিত্র – অতীন্দ্র, এলা, ইন্দ্রনাথ, বটু।
রবীন্দ্ৰনাথ ঠাকুর মোট ১৩টি উপন্যাস রচনা করেছিলেন। এগুলি হলো –
কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে?
Answer : D মাহী নদীটি মধ্য প্রদেশে উৎপন্ন হয়ে রাজস্থান এবং গুজরাট রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। এটি নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করে।
Answer : D
মাহী নদীটি মধ্য প্রদেশে উৎপন্ন হয়ে রাজস্থান এবং গুজরাট রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে।
See lessএটি নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করে।
সবাত শ্বসন কাকে বলে?
Answer : C অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন হয় তাকে সবাত শ্বসন বলে। অবাত শ্বসনের তুলনায় সবাত শ্বসনে বেশি পরিমাণে শক্তি মুক্ত হয়। সবাত শ্বসনে 1 অণু গ্লুকোজ দ্বারা 36 বা 38 অণু এটিপি (অ্যাডিনোসিন ট্রাইফসফেট) উৎপন্ন হয়, যেখানে অবাত শ্বসনে কেবলমাত্র 2 অণু এটিপি উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়ায় সবাত শ্বসন ঘটRead more
Answer : C
অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন হয় তাকে সবাত শ্বসন বলে।
See lessঅবাত শ্বসনের তুলনায় সবাত শ্বসনে বেশি পরিমাণে শক্তি মুক্ত হয়।
সবাত শ্বসনে 1 অণু গ্লুকোজ দ্বারা 36 বা 38 অণু এটিপি (অ্যাডিনোসিন ট্রাইফসফেট) উৎপন্ন হয়, যেখানে অবাত শ্বসনে কেবলমাত্র 2 অণু এটিপি উৎপন্ন হয়।
মাইটোকন্ড্রিয়ায় সবাত শ্বসন ঘটে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়।
শান্তিতে ২০২১ সালের নোবেল পেলেন –
২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ । মারিয়া রেসার জন্ম ১৯৬৩ সালের ২ অক্টোবর ফিলিপিন্সের ম্যানিলায়। আর দিমিত্রি আন্দ্রেইভিচ মুরাতভের জন্ম রাশিয়ায় সামারায় ১৯৬১ সালে। গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার জন্য তাদের এ পুরস্Read more
২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ ।
মারিয়া রেসার জন্ম ১৯৬৩ সালের ২ অক্টোবর ফিলিপিন্সের ম্যানিলায়। আর দিমিত্রি আন্দ্রেইভিচ মুরাতভের জন্ম রাশিয়ায় সামারায় ১৯৬১ সালে।
গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য ২০২০ সালে শান্তিতে নোবেল পেয়েছিলো জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
See lessভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কি?
গোয়া ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য।
গোয়া ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য।
See lessটোকিও প্যারালিম্পিকে ভারত মোট কতগুলি মেডেল জিতেছে?
টোকিও প্যারালিম্পিকে ভারত মোট ১৯টি মেডেল জিতেছে । দেখে নাও টোকিও প্যারালিম্পিকে ভারতের সম্পূর্ণ মেডেল তালিকা - Click Here
টোকিও প্যারালিম্পিকে ভারত মোট ১৯টি মেডেল জিতেছে ।
দেখে নাও টোকিও প্যারালিম্পিকে ভারতের সম্পূর্ণ মেডেল তালিকা – Click Here
See lessপ্যারালিম্পিকে প্রথম কোন ভারতীয় মহিলা দুটি পদক জিতে নিলেন ?
(A) অবনী লেখারা
(A) অবনী লেখারা
See lessমানুষের সবচেয়ে বড় অঙ্গ কোনটি
মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হলো - ত্বক। যদিও সম্প্রতি বিজ্ঞানীরা মানবদেহের্ ৮০তম অঙ্গ আবিষ্কার করেছেন যেটির নাম ইন্টারস্টিশিয়াম। তরল ও কলাকোষের সম্মিলিত এই অঙ্গকে বর্তমানে মানবদেহের সবথেকে বড় অঙ্গ মনে করা হচ্চে। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে উত্তর হিসেবে এখনো ত্বক গ্রহণ করা হয়ে থাকে ।
মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হলো – ত্বক।
যদিও সম্প্রতি বিজ্ঞানীরা মানবদেহের্ ৮০তম অঙ্গ আবিষ্কার করেছেন যেটির নাম ইন্টারস্টিশিয়াম। তরল ও কলাকোষের সম্মিলিত এই অঙ্গকে বর্তমানে মানবদেহের সবথেকে বড় অঙ্গ মনে করা হচ্চে। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে উত্তর হিসেবে এখনো ত্বক গ্রহণ করা হয়ে থাকে ।
See less