Home/Anupam Halder/Answers
- About
- Questions
- Polls
- Answers
- Best Answers
- Asked
- Followed
- Favorites
- Groups
- Posts
- Comments
- Followers Questions
- Followers Answers
- Followers Posts
- Followers Comments
- Questions
- Polls
- Answers
- Best Answers
- Asked
- Followed
- Favorites
- Groups
- Posts
- Comments
- Followers Questions
- Followers Answers
- Followers Posts
- Followers Comments
পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি?
পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বেড়াল।
পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বেড়াল।
See lessকোন বছর মাদার টেরিজা নোবেল শান্তি পুরস্কার লাভ করেন?
1979
1979
See lessকর্ণাটকের ৩১তম জেলা হল –
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই ২শরা অক্টোবর (2021) রাজ্যের ৩১তম জেলা হিসেবে বিজয়নগরকে উদ্বোধন করেন। অনিরুদ্ধ শ্রাবণকে এই জেলার জেলা প্রশাসক এবং ডাক্তার কে অরুণকে পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে ।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই ২শরা অক্টোবর (2021) রাজ্যের ৩১তম জেলা হিসেবে বিজয়নগরকে উদ্বোধন করেন। অনিরুদ্ধ শ্রাবণকে এই জেলার জেলা প্রশাসক এবং ডাক্তার কে অরুণকে পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে ।
See lessউমনগোট নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?
(D) মেঘালয় উমনগোট নদী জয়ন্তীয়া এবং খাসি পাহাড়ের মাঝ দিয়ে বয়ে গিয়েছে। সারা এশিয়ার মধ্যে এই নদীই স্বচ্ছতম। উপরিভাগ থেকে নদীর তলদেশ ঝকঝকে জল। মেঘালয়ের ছোট পাহাড়ি গ্রাম মাওলিননং এর মধ্যে দিয়ে বয়ে চলা এই নদীর আরেক নাম দৌকি।
(D) মেঘালয়
See lessউমনগোট নদী জয়ন্তীয়া এবং খাসি পাহাড়ের মাঝ দিয়ে বয়ে গিয়েছে। সারা এশিয়ার মধ্যে এই নদীই স্বচ্ছতম। উপরিভাগ থেকে নদীর তলদেশ ঝকঝকে জল। মেঘালয়ের ছোট পাহাড়ি গ্রাম মাওলিননং এর মধ্যে দিয়ে বয়ে চলা এই নদীর আরেক নাম দৌকি।
২০২১ সালের ডুরান্ড কাপ ট্রফি জিতে নিয়েছে –
(B) গোয়া এফসিমোহামেডান স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়ে ২০২১ সালের ডুরান্ড কাপ জিতে নিল গোয়া এফসি। এই প্রথমবারের জন্য গোয়া এফসি ডুরান্ড কাপ ট্রফি জিতল ।
(B) গোয়া এফসি
See lessমোহামেডান স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়ে ২০২১ সালের ডুরান্ড কাপ জিতে নিল গোয়া এফসি। এই প্রথমবারের জন্য গোয়া এফসি ডুরান্ড কাপ ট্রফি জিতল ।
বেঞ্জামিন লিস্ট এবং ডেভিড ম্যাকমিলান কোন বিভাগে ২০২১ সালে নোবেল পুরস্কার পেয়েছেন?
সৌরকোষের অগ্রগতি নিয়ে কাজ করে রসায়নে ২০২১ সালে নোবেল পেয়েছেন জার্মানির ম্যাক্স-প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের লিস্ট এবং আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যাবয়ের ম্যাকমিলান। দেখে নাও ২০২১ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা - Click Here ।
সৌরকোষের অগ্রগতি নিয়ে কাজ করে রসায়নে ২০২১ সালে নোবেল পেয়েছেন জার্মানির ম্যাক্স-প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের লিস্ট এবং আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যাবয়ের ম্যাকমিলান।
দেখে নাও ২০২১ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা – Click Here ।
See lessবিশ্ব শিক্ষক দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য ১৯৯৫ সাল থেকে ইউনেস্কোর মাধ্যমে সারা বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে আসছে।
৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য ১৯৯৫ সাল থেকে ইউনেস্কোর মাধ্যমে সারা বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে আসছে।
See lessশান্তিতে ২০২১ সালের নোবেল পেলেন –
২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ । মারিয়া রেসার জন্ম ১৯৬৩ সালের ২ অক্টোবর ফিলিপিন্সের ম্যানিলায়। আর দিমিত্রি আন্দ্রেইভিচ মুরাতভের জন্ম রাশিয়ায় সামারায় ১৯৬১ সালে। গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার জন্য তাদের এ পুরস্Read more
২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ ।
মারিয়া রেসার জন্ম ১৯৬৩ সালের ২ অক্টোবর ফিলিপিন্সের ম্যানিলায়। আর দিমিত্রি আন্দ্রেইভিচ মুরাতভের জন্ম রাশিয়ায় সামারায় ১৯৬১ সালে।
গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য ২০২০ সালে শান্তিতে নোবেল পেয়েছিলো জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
See lessভারতের জাতীয় খেলা কি
ভারতের কোনো জাতীয় খেলা নেই।
ভারতের কোনো জাতীয় খেলা নেই।
See lessভারতের রাজধানীর নাম কি
ভারতে রাজধানী নতুন দিল্লি।
ভারতে রাজধানী নতুন দিল্লি।
See less