Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্বন্ধীয় বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য এই প্লাটফর্মটি তৈরী করা হয়েছে ।
বাংলা কাব্যে ‘ভোরের পাখি’ বলা হয়-
বাংলা কাব্যে ‘ভোরের পাখি’ বলা হয়- বিহারীলাল চক্রবর্তীকে। বাংলা কাব্যে 'ভোরের পাখি' বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। ব্যক্তির আত্মলীনতা, ব্যক্তিগত অনুভূতি ও গীতোচ্ছ্বাস সহযোগে কবিতা রচনা করে বাংলা গীতিকবিতাকে নতুন এক প্রেরণা দান করেন বিহারীলাল । বাংলা গীতিকবিতায় তার অবদানস্বরূপ কবি রবীন্দ্রনাথ ঠাকুরRead more
বাংলা কাব্যে ‘ভোরের পাখি’ বলা হয়- বিহারীলাল চক্রবর্তীকে।
বাংলা কাব্যে ‘ভোরের পাখি’ বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। ব্যক্তির আত্মলীনতা, ব্যক্তিগত অনুভূতি ও গীতোচ্ছ্বাস সহযোগে কবিতা রচনা করে বাংলা গীতিকবিতাকে নতুন এক প্রেরণা দান করেন বিহারীলাল ।
বাংলা গীতিকবিতায় তার অবদানস্বরূপ কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ‘ভোরের পাখি’ উপাধিতে আখ্যায়িত করেন।
অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি -বিশ্বকবি এবং ছদ্মনাম— ভানুসিংহ। কায়কোবাদের প্রকৃত নাম কাজেম আল কোরায়েশী। তার ছদ্মনাম – কায়কোবাদ।
মোহিতলাল মজুমদারের ছদ্মনাম— কৃত্তিবাস ওঝা, সত্যসুন্দর দাস।
See lessপরশুরাম কার ছদ্মনাম?
পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম। ব্যাখ্যা রাজশেখর বসুর ছদ্মনাম- পরশুরাম। অন্যদিকে কালীপ্রসন্ন সিংহ, সমরেশ বসু ও বিমল ঘোষের ছদ্মনাম হলো যথাক্রমে—হুতোম পেঁচা, কালকূট ও মৌমাছি। দেখে নাও : বিভিন্ন লেখক ও কবির ছদ্মনাম তালিকা- Click Here.
পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম।
ব্যাখ্যা রাজশেখর বসুর ছদ্মনাম- পরশুরাম। অন্যদিকে কালীপ্রসন্ন সিংহ, সমরেশ বসু ও বিমল ঘোষের ছদ্মনাম হলো যথাক্রমে—হুতোম পেঁচা, কালকূট ও মৌমাছি।
দেখে নাও : বিভিন্ন লেখক ও কবির ছদ্মনাম তালিকা- Click Here.
বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ-
বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ- বীরবলের হালখাতা। ব্যাখ্যা বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। তার প্রবন্ধগ্রন্থ 'বীরবলের হালখাতা' বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ। অন্যদিকে 'রায়তের কথা' ও 'তেল নুন কড়ি' তার প্রবন্ধগ্রন্থ । 'নারীর মূল্য' - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়Read more
বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ- বীরবলের হালখাতা।
ব্যাখ্যা বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। তার প্রবন্ধগ্রন্থ ‘বীরবলের হালখাতা’ বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ।
অন্যদিকে ‘রায়তের কথা’ ও ‘তেল নুন কড়ি’ তার প্রবন্ধগ্রন্থ । ‘নারীর মূল্য’ – শরৎচন্দ্র
See lessচট্টোপাধ্যায় রচিত উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ।
বত্রিশ সিংহাসন-এর রচয়িতা কে?
বত্রিশ সিংহাসন-এর রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার । ফোর্ট উইলিয়াম কলেজের অন্যতম পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ— বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি। রামরাম বসু রচিত গ্রন্থ—রাজাপ্রতাপাদিত্য চরিত্র ও লিপিমালা। রাজীবলোচন মুখোপাধ্যায় রচিত গ্রন্থ—মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিতRead more
বত্রিশ সিংহাসন-এর রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ।
ফোর্ট উইলিয়াম কলেজের অন্যতম পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ— বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি।
রামরাম বসু রচিত গ্রন্থ—রাজাপ্রতাপাদিত্য চরিত্র ও লিপিমালা।
রাজীবলোচন মুখোপাধ্যায় রচিত গ্রন্থ—মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত কয়েকটি গ্রন্থ—বেতালপঞ্চবিংশতি, ভ্রান্তিবিলাস, প্রভাবতী সম্ভাষণ, বর্ণপরিচয়, বোধোদয়, আখ্যানমঞ্জরী।
See lessকোন গ্রন্থটি আলাওল রচিত?
তোহফা গ্রন্থটি আলাওল রচিত | মধ্যযুগের আরাকান রাজসভার উল্লেখযোগ্য মুসলিম কবি আলাওল রচিত কাব্য 'তোহফা'। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ—পদ্মাবতী, সয়ফুলমুলুক বদিউজ্জামাল, হপ্তপয়কর, সিকান্দরনামা, রাগতালনামা। অন্যদিকে ইউসুফ-জুলেখা' ও 'মধুমালতী' কাব্য রচনা করেন যথাক্রমে শাহ মুহম্মদ সগীর ও মুহম্মদ কবীRead more
তোহফা গ্রন্থটি আলাওল রচিত |
মধ্যযুগের আরাকান রাজসভার উল্লেখযোগ্য মুসলিম কবি আলাওল রচিত কাব্য ‘তোহফা’। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ—পদ্মাবতী, সয়ফুলমুলুক বদিউজ্জামাল, হপ্তপয়কর, সিকান্দরনামা, রাগতালনামা।
অন্যদিকে ইউসুফ-জুলেখা’ ও ‘মধুমালতী’ কাব্য রচনা করেন যথাক্রমে শাহ মুহম্মদ সগীর ও মুহম্মদ কবীর। ‘নূরনামা’ নামে একাধারে কাব্য রচনা করেন আবদুল হাকিম, আবদুল করিম ও মীর মুহম্মদ শফী ।
See less‘মর্সিয়া’ শব্দের উৎস ভাষা-
‘মর্সিয়া’ শব্দের উৎস ভাষা - আরবি | ব্যাখ্যা মর্সিয়া' আরবি ভাষার শব্দ। আরবি ভাষার আরো কয়েকটি শব্দ হারাম, গোসল, আদালত, উকিল, কলম, নগদ, মুসাফির, খাজনা, দলিল। দেখে নাও কোন ভাষা থেকে কোন শব্দ এসেছে তার তালিকা - Click Here।
‘মর্সিয়া’ শব্দের উৎস ভাষা – আরবি |
ব্যাখ্যা মর্সিয়া’ আরবি ভাষার শব্দ।
আরবি ভাষার আরো কয়েকটি শব্দ হারাম, গোসল, আদালত, উকিল, কলম, নগদ, মুসাফির, খাজনা, দলিল।
দেখে নাও কোন ভাষা থেকে কোন শব্দ এসেছে তার তালিকা – Click Here।
See less‘ব্রজবুলি’ একটি-
‘ব্রজবুলি’ একটি-ভাষা | বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে সৃষ্টি এক প্রকার কৃত্রিম সাহিত্যিক ভাষা ব্রজবুলি। বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদই রচিত হয়েছে এ ভাষায়। ব্রজবুলি কখনো মুখের ভাষা ছিল না, সাহিত্যকর্ম ব্যতীত অন্যত্র এর ব্যবহারও নেই। মিথিলার কবি বিদ্যাপতি এ ভাষার স্রষ্টা।
‘ব্রজবুলি’ একটি-ভাষা |
বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে সৃষ্টি এক প্রকার কৃত্রিম সাহিত্যিক ভাষা ব্রজবুলি। বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদই রচিত হয়েছে এ ভাষায়। ব্রজবুলি কখনো মুখের ভাষা ছিল না, সাহিত্যকর্ম ব্যতীত অন্যত্র এর ব্যবহারও নেই। মিথিলার কবি বিদ্যাপতি এ ভাষার স্রষ্টা।
See less