Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্বন্ধীয় বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য এই প্লাটফর্মটি তৈরী করা হয়েছে ।
‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত ?
গ. চাঁপাইনবাবগঞ্জ বৃহত্তর রাজশাহী অঞ্চলের গান।
গ. চাঁপাইনবাবগঞ্জ
বৃহত্তর রাজশাহী অঞ্চলের গান।
See lessকাজী নজরুল ইসলাম রচিত নিচের কোন গ্রন্থ একজন রাজনৈতিক নেতাকে উপলক্ষ্য করে রচিত?
ঘ. চিত্তনামা চিত্তনামা কাজী নজরুল ইসলামের কবিতা ও গানের সঙ্কলন। গ্রন্থটি প্রকাশিত হয় শ্রাবণ ১৩৩২, আগষ্ট ১৯২৫ সালে। ১৩৩২ সালের দোসরা আষাঢ় দার্জিলিঙে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ পরলোকগমন করেন। ১৩৩২ শ্রাবণে 'চিত্তনামা' গ্রন্থাকারে প্রকাশিত হয়।
ঘ. চিত্তনামা
চিত্তনামা কাজী নজরুল ইসলামের কবিতা ও গানের সঙ্কলন। গ্রন্থটি প্রকাশিত হয় শ্রাবণ ১৩৩২, আগষ্ট ১৯২৫ সালে। ১৩৩২ সালের দোসরা আষাঢ় দার্জিলিঙে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ পরলোকগমন করেন। ১৩৩২ শ্রাবণে ‘চিত্তনামা’ গ্রন্থাকারে প্রকাশিত হয়।
See less“যেতে নাহি দিব! হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।” – এই চরণ দুইটি কোন কবির রচনা?
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
See lessপাটের জিন বিন্যাস কে আবিষ্কার করেন?
ড. মাকসুদুল আলম ড. মাকসুদুল আলম পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন। ২০১৩ সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন এ বিজ্ঞানী।
ড. মাকসুদুল আলম
ড. মাকসুদুল আলম পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন। ২০১৩ সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন এ বিজ্ঞানী।
See less‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ গ্রন্থটির লেখক কে?
'বাংলাদেশ ও বঙ্গবন্ধু' গ্রন্থটির লেখক মোনায়েম সরকার। ব্যাখ্যা: এছাড়াও তার রচিত ও সম্পাদিত গ্রন্থগুলোর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো— বাঙালি জাতীয়তাবাদ ও গণতন্ত্র বিকাশে ঐক্য অপরিহার্য (১৯৯১), ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু (১৯৯৪), মৃত্যুঞ্জয়ী মুজিব (১৯৯৫), সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি (২০১০),Read more
‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ গ্রন্থটির লেখক মোনায়েম সরকার।
ব্যাখ্যা: এছাড়াও তার রচিত ও সম্পাদিত গ্রন্থগুলোর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো— বাঙালি জাতীয়তাবাদ ও গণতন্ত্র বিকাশে ঐক্য অপরিহার্য (১৯৯১), ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু (১৯৯৪), মৃত্যুঞ্জয়ী মুজিব (১৯৯৫), সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি (২০১০), বাঙালি ঐতিহ্য ও ভবিষ্যৎ (২০১০), বঙ্গবন্ধু রাজনীতি ও শেখ হাসিনা (২০১১) ইত্যাদি।
See lessসাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
হবিগঞ্জ ব্যাখ্যা : সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে অবস্থিত। বাংলাদেশের এই প্রাকৃতিক উদ্যানটি ১৯৭৪ খ্রিস্টাব্দের বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধন আইনের বলে ২৪৩ হেক্টর এলাকা নিয়ে ১৫ অক্টোবর ২০০৫ সালে প্রতিষ্ঠা করা হয়। লক্ষণীয়, উদ্যানে সাতটি পাহাড়ি ছড়া আছে, যা থেকে এর নRead more
হবিগঞ্জ
ব্যাখ্যা : সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে অবস্থিত। বাংলাদেশের এই প্রাকৃতিক উদ্যানটি ১৯৭৪ খ্রিস্টাব্দের বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধন আইনের বলে ২৪৩ হেক্টর এলাকা নিয়ে ১৫ অক্টোবর ২০০৫ সালে প্রতিষ্ঠা করা হয়। লক্ষণীয়, উদ্যানে সাতটি পাহাড়ি ছড়া আছে, যা থেকে এর নামকরণ হয় সাতছড়ি।
See lessলালন ফকিরের জন্মস্থান কোথায়?
লালন ফকিরের জন্মস্থান কুষ্টিয়া । লালন ফকির ১৭৭২ সালে (১১৭৯ বঙ্গাব্দের ১ কার্তিক) ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে (মতান্তরে ভাঁড়রা গ্রাম, কুমারখালী, কুষ্টিয়া) জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাউল সাধনার প্রধান গুরু, বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা ও গায়ক। বহুমুখী প্রতিভার অধিকারী এই বাঙালি লালন সাঁই, লালন শাহRead more
লালন ফকিরের জন্মস্থান কুষ্টিয়া ।
লালন ফকির ১৭৭২ সালে (১১৭৯ বঙ্গাব্দের ১ কার্তিক) ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে (মতান্তরে ভাঁড়রা গ্রাম, কুমারখালী, কুষ্টিয়া) জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাউল সাধনার প্রধান গুরু, বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা ও গায়ক। বহুমুখী প্রতিভার অধিকারী এই বাঙালি লালন সাঁই, লালন শাহ ও মহাত্মা লালন নামেও পরিচিত। তার গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করলে, তাকে বাউল সম্রাট হিসেবে আখ্যায়িত করা হয়।
See less