নোঙর কবিতা – অজিত দত্ত – প্রশ্ন ও উত্তর MCQ
দেওয়া রইলো কবি অজিত দত্তের নোঙর কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ।
1. ‘বাঁধা পড়ে আছে’-র অর্থ হল—
(A) (ক) বেঁধে রাখা হয়েছে
(B) (খ) তটে আটকে আছে
(C) (গ) নোঙরে বাঁধা অবস্থায় আটকে আছে
(D) (ঘ) জলে আটকে আছে।
2. তটটি বাঁধা পড়ে আছে—
(A) (ক) সাগরের কাছে
(B) (গ) কবির কাছে
(C) (খ) জোয়ারভাটার কাছে
(D) (ঘ) কাছির কাছে
3. দাঁড় টানা হয়—
(A) (ক) নৌকাকে স্থির রাখার জন্য
(B) (খ) নৌকা ভাসিয়ে রাখার জন্য
(C) (গ) নৌকা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য
(D) (ঘ) নৌকার গতিবেগ ঠিক রাখার জন্য।
4. ‘বাণিজ্য-তরী’ বাঁধা পড়ে আছে—
(A) (ক) তটের কাছে
(B) (গ) নদীর কাছে
(C) (খ) কবির কাছে
(D) (ঘ) সাগরের কাছে।
5. কবি কোথায় পাড়ি দিতে চেয়েছেন?
(A) (ক) সাগরতীরে
(B) (গ) মঙ্গল গ্রহে
(C) (খ) সপ্তসিন্ধুপারে
(D) (ঘ) সিন্ধুপারে
6. ‘সপ্তসিন্ধুপারে’- অর্থাৎ –
(A) (ক) সাতটি নদীর পারে
(B) (গ) সাতসমুদ্র পারে
(C) (খ) সাতটি দেশের পারে
(D) (ঘ) সপ্তগিরি পারে
7. ‘নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে’—উদ্ধৃতাংশটির মাধ্যমে যে ভাবনা ব্যক্ত হয়েছে, তা হলো—
(A) (ক) পাড়ি দেওয়ার বাসনা থাকলেও বন্ধন ছিন্ন করা যায় না
(B) (খ) নৌকা নোঙরেই আটকে থাকে
(C) (গ) ভারী পণ্যের কারণেই নোঙরে নৌকা বাঁধা থাকে
(D) (ঘ) স্রোতে নোঙর ভেসে গেলে তবে নৌকা পাড়ি দেয়।
8. দাঁড়ের নিক্ষেপে কবি শোনেন –
(A) (ক) সাগরের গর্জন
(B) (খ) ঢেউ-এর গর্জন
(C) (গ) স্রোতের বিদ্রুপ
(D) (ঘ) জলের কল্লোলধ্বনি
9. ‘নোঙর’ হল—
(A) (ক) কাছি
(B) (খ) বড়শি
(C) (গ) লৌহদণ্ড
(D) (ঘ) কাছি বাঁধা বড়শির মতো যন্ত্র বা অঙ্কুশ
10. জোয়ারের সময় নদীতে—
(A) (ক) জলস্ফীতি ঘটে
(B) (খ) জল কমে যায়
(C) (গ) জল শুকিয়ে যায়
(D) (ঘ) জল উবে যায়।
11. কবি কী উদ্দেশ্যে তরি নিয়ে বেরিয়েছেন ?
(A) (ক) বাণিজ্যের উদ্দেশ্যে
(B) (খ) ভ্রমণের উদ্দেশ্যে
(C) (গ) সময় কাটানোর উদ্দেশ্যে
(D) (ঘ) ক্লান্তি মেটানোর উদ্দেশ্যে।
12. কবির এই দাঁড় টানাকে কী মনে হয়েছে ?
(A) (ক) মিছে
(B) (খ) বাস্তব
(C) (গ) কঠিন
(D) (ঘ) অযথা।
13. জোয়ারের ঢেউগুলিকে কে শোষণ করে ?
(A) (ক) সূর্যালোক
(B) (খ) ভাটা
(C) (গ) বড়ো সামুদ্রিক মাছ
(D) (ঘ) জোয়ার স্বয়ং ।
14. তরিতে মাথা ঠোকে
(A) কবি নিজে
(B) (খ) সাগরের মাছ
(C) (গ) ভাটার জল
(D) (ঘ) জোয়ারের ঢেউ
15. ফুলে ফুলে ওঠে—
(A) জোয়ার জল
(B) (খ) ভাটার ঢেউ
(C) (গ) জোয়ারের ঢেউ
(D) (ঘ) ভাটার টান।
16. সাগরগর্জনে ওঠে কেঁপে–
(A) (ক) তরি
(B) (গ) নিস্তব্ধ মুহূর্ত
(C) (খ) কবি
(D) (ঘ) সমুদ্র প্রাণী
17. মাস্তুলে বাঁধি পাল,’‘মাস্তুল’ অর্থে—
(A) (ক) নৌকার কিনারা
(B) (খ) নৌকার উপর উচ্চ শক্ত দণ্ড
(C) (গ) নৌকার ছই
(D) (ঘ) নৌকার দাঁড়।
18. নৌকা বাঁধা আছে—
(A) (ক) জোয়ারের টানে
(B) (গ) মাস্তুলের কাছিতে
(C) (খ) নোঙরের কাছিতে
(D) (ঘ) দাঁড়ের সাথে
19. ‘পাড়ি দিতে দূর সিন্ধুপারে’, ‘পাড়ি দেওয়া’র অর্থ—
(A) (ক) পেরিয়ে যাওয়া
(B) (খ) যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া
(C) (গ) ভাসিয়ে দেওয়া
(D) (ঘ) স্থির থাকা।
20. ‘মিছে দাঁড় টানি’-র অর্থ—
(A) (খ) নিষ্ফল দাঁড় টানা
(B) (ঘ) অবিরাম দাঁড় টানা
(C) (ক) দাঁড় না টানা
(D) (গ) দাঁড় টানার ভান করা
21. কবি দাঁড় টানেন –
(A) (ক) অবিরাম
(B) (খ) মাঝে মাঝে
(C) (গ) দিনের বেলা
(D) (ঘ) রাতের বেলা ।
22. ‘নোঙর’ কবিতাটির রচয়িতা-
(A) (ক) বুদ্ধদেব বসু
(B) (গ) অজিত দত্ত
(C) (খ) প্রেমেন্দ্র মিত্র
(D) (ঘ) সমর সেন
23. ভাঁটার শোষণ আহরণ করে—
(A) (ক) জোয়ারের জল
(B) (খ) ভাটার জল
(C) (গ) স্রোতের প্রবল প্রাণ
(D) (ঘ) সমুদ্রের জল।
24. নোঙর কোথায় পড়ে আছে?
(A) (ক) তটের কিনারে
(B) (গ) মাস্তুলে
(C) (খ) রাস্তার ধারে
(D) (ঘ) নদীতে।
25. নোঙর কোথায় পড়ে গিয়েছে?
(A) (ক) তটের মাঝে
(B) (খ) তটের কিনারে
(C) (গ) সমুদ্র মাঝে
(D) (ঘ) নদীর জলে।
26. পাল বাঁধা হয়-
(A) (ক) নৌকায়
(B) (গ) কাছির সঙ্গে
(C) (খ) দাঁড়ে
(D) (ঘ) মাস্তুলে
27. দ’াঁড়ের নিক্ষেপ’ – হল –
(A) (ক) দাঁড় চালনা
(B) (গ) দাঁড় বাঁধা
(C) (খ) দাঁড় তুলে নেওয়া
(D) (ঘ) দাঁড় বন্ধ রাখা
28. নিস্তব্ধ মুহূর্তগুলি কেঁপে ওঠে—
(A) (ক) জলের গর্জনে
(B) (খ) সাগরগর্জনে
(C) (গ) বাতাসের গর্জনে
(D) (ঘ) জোয়ারের গর্জনে।
29. কবি সপ্তসিন্ধুপারে যাবেন
(A) (ক) ভ্রমণ করতে
(B) (গ) বিদেশ ঘুরতে
(C) (খ) বাণিজ্য করতে
(D) (ঘ) সাগর দেখতে
30. কবি কতক্ষণ দাঁড় টানেন ?
(A) (ক) তিন রাত
(B) (খ) সারারাত
(C) (গ) অর্ধ দিন
(D) (ঘ) অর্ধ রাত
31. নোঙর পড়ে গেছে –
(A) (ক) কবির জ্ঞাতে
(B) (গ) কবির ঘুমের সময়
(C) (খ) কবির অজ্ঞাতে
(D) (ঘ) গভীর রাতে।
32. ‘ভাঁটার শোষণ’ হল—
(A) (গ) জলস্ফীতি
(B) ভাটার টান
(C) (ঘ) জল হ্রাস
(D) (খ) জোয়ারের টান
33. তরী ভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চান ?
(A) (ক) পঞ্চ সিন্ধুপারে
(B) (গ) সপ্তসিন্ধুপারে
(C) (খ) ষষ্ঠসিন্ধুপারে
(D) (ঘ) অষ্টসিন্ধুপারে
34. ‘পণ্য’ হল
(A) (ক) মানুষজন
(B) (খ) বিক্রয়ের সামগ্রী
(C) (গ) নিজের প্রয়োজনীয় দ্রব্যাদি
(D) (ঘ) বর্জ্য সামগ্রী।
35. ‘তট’ হল—
(A) (ক) তীরভূমি
(B) (খ) স্থলভূমি
(C) (গ) জলাভূমি
(D) (ঘ) মরুভূমি
36. স্রোতের বিদ্রুপ শোনা যায়
(A) (ক) সাগরগর্জনে
(B) (খ) জোয়ারের টানে
(C) (গ) ভাঁটার শোষণে
(D) (ঘ) দাঁড়ের নিক্ষেপে
37. জোয়ারের ঢেউগুলি তরিতে মাথা ঠুকে—
(A) (ক) ভেঙে যায়
(B) (গ) সমুদ্রে ছোটে
(C) (খ) পালিয়ে যায়
(D) (ঘ) তরি ভেঙে দেয়।
38. কবিতায় উল্লিখিত তরির চালক কে?
(A) (ক) কবির বন্ধু
(B) (গ) কবি স্বয়ং
(C) (খ) ভগবান
(D) (ঘ) কবির প্রতিযোগী ।
39. কবির বাণিজ্যতরি কাদের কাছে বাঁধা ?
(A) (ক) সময়ের কাছে
(B) (খ) জোয়ার-ভাটার কাছে
(C) (গ) প্রাকৃতিক দুর্যোগের কাছে
(D) (ঘ) প্রতিকূলতার কাছে।
40. নোঙর পড়া-র অর্থ—
(A) (ক) বাঁধা পড়া
(B) (খ) গতি বাড়া
(C) (গ) গতি হ্ৰাস
(D) (ঘ) ভেঙে পড়া।
41. তারার দিকে চেয়ে কবি –
(A) (ক) দিকের নিশানা করেন
(B) (খ) সাগরের নিশানা করেন
(C) (গ) দেশের নিশানা করেন
(D) (ঘ) তটের নিশানা করেন।
42. তরি ভরা আছে –
(A) (ক) ফসলে
(B) (গ) যাত্রীতে
(C) (খ) পণ্য দ্রব্যে
(D) (ঘ) জলে।
Leave a comment